সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি মমরেশপুর এলাকায় ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তৃতীয় শ্রেনীর এক নিহত হয়েছে।

১০মার্চ (বুধবার)সকালে পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের এম এম এ ব্রিক্সের মাটি বহনকারী মাহিন্দ্র ট্রাক্টরের নিচে চাপা পড়ে এই ঘটনা ঘটলে এতে বড়দাখণ্ড গ্রামের কফিল উদ্দীনের ছেলে মোঃ আলাউদ্দীন (৯) এর মৃত্যু হয়।

এসময় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি খুবই মর্মাহত ইটভাটার রাস্তায় এটি ঘটেছে আমি চেষ্টা করি বিষয়টি যেন সমাধানে নিয়ে আসা যায়।

রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির অভিভাবকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে