সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রামে বউমার লাঠির আঘাতে অসুস্থ শাশুড়ির মৃত্যু হয়েছে বলে জানা যায়।
৩০ মার্চ(মঙ্গলবার) সকালে এই ঘটনা ঘটলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
উক্ত ঘটনায় মৃত ব্যাক্তি কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামের মহিরউদ্দীনের স্ত্রী মহিরুল বেগম ওরফে টলি (৭৫)।
স্থানীয়রা লোকজন জানায়, মৃত টলি বেগম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে শয্যাশায়ী হয়ে ছিলেন তার ছেলে মসিরউদ্দীন ওরফে টেংকুর স্ত্রী দেলোয়ারা বেগম পারিবারিক কথাকাটির জেরে গত সোমবার রাতে তার শাশুড়ির শরীরে লাঠি দিয়ে বেত্রাঘাত করে পরে রাতে ঐভাবেই বিছানায় শুয়ে পড়লে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেনি আর দেলোয়ারার শাশুড়ি। পরে তার ঘরে দেখা যায় তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে, বিষয়টি আসলে দুঃখজনক লাশটি ময়নাতদন্ত করা হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা করা হবে।