সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় পিস্তলসহ দুই জেএমবি সদস্যকে আটক করা হয়েছে।

গত ১৭ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভরনিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ সহিদুল ইসলাম এবং ইমদাদ আলী নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

স্থানীয়রা আরো জানায়, এই জেএমবি সদস্যরা দীর্ঘদিন ধরে এই এলাকায় আত্মগোপন করেছিল।

পরে এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, এখনো আমাদের অভিযান চলমান রয়েছে এদের সাথে আরো কেউ আছে কি না ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে