সাইমন হোসেন,  ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দাসপাড়া গ্রামস্থ পূরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে জাপান মটর সাইকেল পার্টসের দোকানের বারান্দার সামনে থেকে হিন্দু ধর্মাবলম্বী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৪ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকার সময় জাপানের দোকানের সামনে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় অবগত করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাণীশংকৈল থানা ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি এবং তার মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে‌।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে