সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

৩০ জুন (বুধবার) পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা এ বাজেট উপস্থাপন করেন।

উক্ত বাজেট উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব রাশেদুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আরিফ হোসেন প্রধান, প্রকৌশলী কর্মকর্তা বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, দ্রৌপদী দেবী আগারওয়ালা, আবুল হাসনাত জামান, পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীগণ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময় পৌরসভার উন্নয়ন খাতে ৬৪ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৫৬৭ দশমিক ৮০ টাকা ও ব্যয় খাতে ৬৪ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৯০১ দশমিক ৪২ টাকা ধরা হয়।

অপরদিকে আয় খাতে ৭৩ লাখ ২০ হাজার ৮০২ দশমিক ৯ টাকা প্রারম্ভিক স্থিতি ও ব্যয় খাতে ৭৮ লাখ ৫৯ হাজার ৪৬৮ দশমিক ৪৭ টাকা সমাপনী স্থিতি ধরে যাবতীয় খাতে সর্বমোট ৬৫ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৩৬৯ দশমিক ৮৯ টাকা আয় ও ব্যয় ধরে বাজেট ঘোষনা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে