সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গোয়াগাঁও নামক এলাকায় প্রাইভেট কারের চাকা বিস্ফোরণ হয়ে ১ জন নিহত ও ৩ জন আহতের ঘটনা ঘটে।
৪ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে এই ঘটনা ঘটলে এতে মাসুদ রেজা (বসুনিয়া) নামে এক ব্যাক্তির মৃত্যু হয় এবং নিহত বসুনিয়া রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যানের শাহরিয়ার আজম মুন্না ভাগিনা।
জানা যায় মাসুদ রেজা (বসুনিয়া) নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড নতুন বাবু পাড়া গ্রামের মৃত: মোঃ মশিউর রহমানের ছেলে এবং নীলফামারী জেলার বি আর টি এ অফিসের কর্মকর্তা।
রানীশংকৈল উপজেলায় নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে হঠাৎ করে তার প্রাইভেট কারের সামনের চাকা বিস্ফোরণ হয় এতে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চাকা বিস্ফোরণ হয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।