সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নে শ্যামপুর গ্রামে লিচু গাছের ডালে এক যুবকের ঝুলন্ত মরা দেহ উদ্ধার করে পুলিশ।
২২ মার্চ (সোমবার) বিকেল ৪টায় স্থানীয় এক লিচু বাগানে গাছে উপরে ঝুলন্ত লাশ দেখে এলাকার লোকজন,পরে তারা পীরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায় নিহত যুবকের নাম অচিন্ত চন্দ্র রায় (২২) তবে কী কারণে মৃত্যু হল এমনটি জানতে চাইলে কেউ কিছু জানেনা বলে সাংবাদিকদের জানান।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান লাশ উদ্ধার করা হয়েছে এবং কী কারনে তিনি আত্মহত্যা করেছে এই রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।