সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা ২৬ হাজার ৫০২ ভোট পেয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট।

১৪ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা জিলহাস উদ্দিন বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত দের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন।

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে সকাল ৮ টায় ইভিএম ভোট গ্রহণ শুরু হলে তা চলে বিকেলে ৪ টা পযর্ন্ত এখানে মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।

অপরদিকে রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২ হাজার ৯৯৩ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী মোকাররম হোসাইন ২ হাজার ৩৬৯ ভোট পান।

রাণীশংকৈল পৌরসভায় ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হলে এতে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭’শ ২ জন যার মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩’শ ১২ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৯০ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে