সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখা উদ্যোগে  স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুলি করে নিরস্ত্র নিরিহ মানুষদের হত্যা, গ্রেফতার এবং গনতন্ত্র ও অধিকার হরনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ (মঙ্গলবার) এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. তৈমুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সম্মানিত সহ সভাপতি জনাব ওবায়দুল্লাহ মাসুদ, কোষাধ্যক্ষ জনাব মো. শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েশ বিএনপি নেতা পায়গাম আলী সহ জেলা,উপজেলা, পৌর শাখার মহিলা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন সাধীনতার সূবর্ণ জয়ন্তী দিন থেকে আজ পযর্ন্ত সারাদেশে অনেক নিরীহ মানুষকে পাখির মত গুলি করে হত্যা করেছে আওয়ামীলীগের পোষা গুন্ডা পুলিশ ও ছাত্রলীগ বাহিনী এবং অনেক নেতা কর্মীকে আটক করা হয়েছে অবিলম্বে হত্যা নির্যাতন বন্ধসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে