সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
২১ মার্চ (রবিবার) ভোর রাতে এই ঘটনা ঘটলে পুলিশের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল করেন এবং প্রাথমিক ধারনা থেকে জানান,
ভোর রাতে দূর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সোনার পাদুকা ৫০ টির মত, রুপার পাদুকা ৬০০টির বেশি স্বর্নালঙ্কারসহ দুটি রাধা ও কৃষ্ণ মুর্তি চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে মন্দিরের পুরোহীত জানান সকালে মন্দির গিয়ে দেখি মন্দিরে তালা ভাঙ্গা তখন সবাইকে ডেকে আনি এবং মন্দির কমিটি সকল লোক সহ থানায় অভিযোগ করি।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ঘটনা পরিদর্শন করেন ও তিনি বলেন,মন্দিরে চুরির ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয় যত দ্রুত সম্ভব এই ঘটনাৱ রহস্য উন্মোচন হবে।