সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী থানায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

গত ১ মে (শনিবার) রাত ১০.৩০ মিনিটের সময় বালিয়াডাঙ্গী থানাধীন ৪ নং বড় পলাশবাড়ি ইউনিয়নের কুরুয়া গ্রাম থেকে মোঃ শরিফুল ইসলাম অরফে টেপুয়া (৪৫) আটক করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে আসামীর নিকট হতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং অভিযান পরিচালনা শেষে আসামীর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) মামলা দায়ের করা হয়,যাহার মামলা নং ৪।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে