সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ (সোমবার) দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি দীপেন্দ্র নাথ ঝাঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী।
এ ছাড়াও বক্তব্য দেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, সহ সভাপতি অধ্যক্ষ মামুনুর রহমান রশিদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পবারুল ইসলাম প্রমুখ।
এসময় স্বাধীনতা শিক্ষক পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, সংঠনটির মূলনীতি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করা।
এ সময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক বক্তব্য প্রদান করেন।