সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় রোকসানা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যার পর নিহতের স্বামী হাবিবুর রহমান (৫৮) থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেছেন।

৬ অক্টোবর (বুধবার) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহে বেশ কিছুদিন থেকেই হাবিবুর ও তার স্ত্রীর রোকসানার ঝগড়া চলে আসছিলো।এর মধ্যে বুধবার ভোরে রোকসানা যখন ঘুমিয়েছিলেন সে সময় একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রোকসানা ঘটনাস্থলেই মারা যান। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সব বিবরণ দেন স্বামী।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনাটি হাবিবুর নিজেই স্বীকার করেছেন সেই সাথে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে