সাইমন হোসেন,  ঠাকুলগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামে মৃত্যুর সাড়ে ৩ মাস পর হোসেন আলী (৭৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উত্তোলন করা হয়েছে।

১০ অক্টোবর (রবিবার) বেলা আনুমানিক ১১টা সময় গাঙ্গুয়া পারিবারিক কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়।

মরাদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সিনিয়র সহকারি পুলিশ সুপার( সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও চিকিৎসক ডাঃ ফিরোজ আলম স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সহ এলাকাবাসীরা।

জানা যায় গত ২৬ জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের হোসেন আলী তার নাতি রুহুল আমিনের বাড়ির বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যান এবং তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

পরে তার মেয়ে মাহমুদা খাতুন এ বিষয়ে গত ৩ জুলাই ঠাকুরগাঁও জেলা আদালতে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, আদালতের নিদের্শনায় লাশ ময়নাতদন্তের সার্থে কবর থেকে উত্তোলন করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য উন্মোচন হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে