সাইমন হোসেন, প্রতিনিধি ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সালান্দর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ তরুণের পরিবারের লোকজনের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি (বুধবার) সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার একটি বাঁশঝাঁড় থেকে লাশটি উদ্ধার করা হলে মৃত আসিফ আলী ওই এলাকার মানিক মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে মৃত আসিফ আলী বাবা মানিক মিয়া অভিযোগ করে বলেন, কিছুদিন আগে স্থানীয় মহিলা ইউপি সদস্যের ছেলে আল-আমিন সাগরের সঙ্গে আসিফের ঝগড়া হয় গতকাল (মঙ্গলবার) দুপুরে আসিফকে ডেকে নিয়ে যায় সাগর পরে রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি আসিফ বুধবার সকালে বাঁশঝাঁড়ে তার লাশ পাওয়া গেল আসিফ কে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে