সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে একটি ভুট্টা ক্ষেত থেকে আকিবুল ইসলাম (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত ১৭ জুন (বৃহস্পতিবার) দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের আদর্শ বাজার কলোনীপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকিবুল ইসলাম ওই গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে শিশুটি বাড়ির বাইরে যায় এবং দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ি থেকে অনেকটা দূরত্বে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে তার মা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনা স্থান পরিদর্শন করে জানান, যদি শিশুটি রোড এক্সিডেন্টে মারা যেত রাস্তার পাশে থাকত, অসুখ-বিসুখে মারা গেলে বাসায় বাবা মায়ের কাছে থাকত, যেহেতু এত ছোট একটি শিশুর মরদেহ ভুট্টা ক্ষেতে পাওয়া গেছে তাই বিষয়টি তদন্ত করে আসল রহস্য বের করা হবে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।