সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২১ নং ঢোলারহাট ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলী (৮০) (সাবেক ইউপি সদস্য) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কায্য সম্পন্ন করা হয়েছে।
২৮ আগস্ট (শনিবার) ২১নং ঢোলার হাট ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ও সঙ্গীয় পুলিশের একটি বিশেষ ফোর্স।
উক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার রায় সহ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যগণ সহ অন্যান্যরা।
উল্লেখ্য যে, গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলী।