সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলা ঢোলারহাট ইউনিয়ন পরিষদ আয়োজনে বাল্যবিবাহ রোধ স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ হয়েছে।
৪ এপ্রিল (রবিবার) দুপুরে ঢোলারহাট ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ঢোলার হাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অজির কুমার রায়, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার জন্য এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ইউনিয়নের ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৮ জন ছাত্রীকে এ বাইসাইকেল দেওয়া হয়।