সাইমন ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সারাদেশে ন্যায় ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উদযাপন হয়েছে এত জেলা প্রশাসন এর উদ্দোগ্যে ঠাকুরগাঁওকে ভিক্ষুকমুক্ত ও পূণর্বাসনে লক্ষ্যে ১’শত ভিক্ষুককে গবাদি পশু (গরু) প্রদান করা হয়েছে।
১৭ মার্চ (বুধবার) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ১’শত ভিক্ষুককের মাঝে গরু বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডাঃ কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন,জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাদেক কুরাইশী,সদর উপজেলা ইউএনও আব্দুলাহ আল মামুন সহ জেলা,উপজেলার উর্ধতন কর্মকর্তাগন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু প্রতিটি মানুষের পাশে ছিলেন গরীব দুখী মানুষকে তিনি বেশি ভালবাসতেন সে কারনে আমাদের এই উদ্যোগ আজ ১’শত জন ভিক্ষুককে গবাদি পশু (গরু) বিতরন করা হলো যাতে তারা তা লালন পালন করে নিজের পরিবারের আয় বৃদ্ধি করতে পারে এবং পরবর্তিতে তাদের আর যেন ভিক্ষা করতে না হয়।
এর আগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন ,সামাজিক সংগঠন ও প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুারালে পুস্পস্তবক অর্পন করেন।