সাইমন হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়াতে শ্রী:যতন চন্দ্র সিংহ (১৮) ও শ্রী:মতি সুমি বালা (১৪) নামের প্রেমিক যুগল বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

১৫ জুন (মঙ্গলবার) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত যতন চন্দ্র ওই গ্রামের দেবেন্দ্র চন্দ্র সিংহের ছেলে ও সুমি বালা একই পরিবারের যতীন চন্দ্রের মেয়ে।

পুলিশ ও স্থানীয় লোকজনের কাছে প্রেমিক যুগলের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তারা জানান, দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বিষয়টি বাসায় জানাজানি হয় এবং বিয়ের কথা বললে তাদের পরিবারের লোকজন বিষয়টি প্রত্যাখ্যান করে এতে অভিমান করে তারা আত্মহত্যা করেছেন

এ বিষয়ে তাদের পরিবারের লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন, তাদের ধর্মীয় রীতিতে একই পরিবারের ছেলে মেয়েদের বিয়ে দেয়ার বিধান নেই এজন্যই আমরা বিয়ে দিতে রাজি হইনি তাছাড়া দুজনের বিয়ের বয়সও হয়নি।

বালীয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আঃ সবুর জানান বিষয়টি খুব দূঃখজনক লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে উভয়ের পরিবার থানায় একটি ইউডি মামলা করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে