সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদে এক সালিশ বৈঠককে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে।

২০ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে এ ঘটনা ঘটলে এতে ইউনিয়নের চেয়ারম্যান ও ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সীমান্ত কুমার বর্মণ (নির্মল) আহত হন।

২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ বলেন, ঢোলারহাট বাজারে দোকান ঘরকে কেন্দ্র করে গণ্ডগোল হচ্ছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এরপর দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে বসে সমাধান করার কথা বললে উভয় পক্ষ ইউনিয়ন পরিষদে আসে।

এ সময়দোকান ঘরের ক্রেতা উত্তর ঠাকুরগাঁও বোনপাড়া গ্রামের শমসের আলীর ছেলে নুর হোসেনের লোকজন পরিষদে হামলা চালায় ও সরকারি লেপটপ, ডেস্কটপসহ আসবাবপত্র ভাঙচুর করে এতে আমিও আহত হয়েছি।

তিনি আরো জানান, ঠাকুরগাঁও শহর থেকে ১৫-২০টি মোটরসাইকেলে লোকজন এসে হঠাৎ হামলা চালায় সকলকে আমি চিনতে পারিনি তবে ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরায় দেখে তাদের শনাক্ত করা যাবে বলে তিনি ধারণা করেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়’ বলেন বিষয়টি আমি শুনেছি সিসি টিভির ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে