সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস নামক স্থানে দুই ট্রাকের মাঝখানে পিষ্ট হয়ে ইজিবাইকের ৩ যাত্রি নিহত ২ জন ব্যক্তি আহত হয়েছে।
১৫ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বোর্ড অফিস বাজারের মহাসড়কে উপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে একটি বড় ট্রাক পঞ্চগড়ের দিকে যাচ্ছিল এ সময় বাজারের পূর্ব পাশ্বের রাস্তা দিয়ে আরও একটি ট্রাক পাকা রাস্তায় উঠলে সংঘর্ষ হওয়ার উপক্রম হলে ট্রাকটি অটো স্ট্যান্ডের দিকে চাপানোর চেষ্টা করে এবং মাঝখানে থাকা দুটি ট্রাকই অটো চার্জারটিকে চাপা দেয় এবং অটো চার্জারটি দুমড়ে যায়।
নিহতরা হলেন, অটো চার্জার চালক সদর উপজেলার কচুবাড়ি গ্রামের সুরত আলীর ছেলে মোস্তফা ওরফে মস্তু (৪৫), সদর উপজেলা শিংপাড়া গ্রামের মাতাব্বর আলীর ছেলে মজিবর রহমান (৫৭) ও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কচুবাড়ি গ্রামের বীরেন রায়ের ছেলে চঞ্চল রায় (৪২)
এছাড়াও গুরুতর আহত আটো যাত্রী বাহারু (৪৫) কে চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং আরও একজন যাত্রী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা জানান, ঘটনাস্থলে গিয়ে নিতহদের লাশ উদ্ধার করে ও আহতদের সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি এছাড়াও সংঘর্ষে জড়িত ট্রাক ২টি ও দুমড়ে মুচড়ে যাওয়া অটো চার্জারটিকে হাইওয়ে পুলিশ জব্দ করে আটকে রাখে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক ট্রাক দুটি আটক করা হয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।