সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে “জুলুম বস্তি” (সহায়)নামে একটি সেচ্ছাসেবী সংগঠন ০৫ টাকায় গরীব,অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

১২ মে (বুধবার)দুপুর ১২ টায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে এই ০৫ টাকায় ঈদের বাজারের আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে প্রায় ১ হাজার পরিবার এই ৫ টাকায় ঈদের বাজার কররে যার মধ্যে ছিল সেমাই, দুধ, চিনি, তেল, বিস্কুট, চাল ও ০১ টি মুরগী।

৫ টাকার বাজার করা নিলুফা বেগম নামে এক ভুক্তভোগী জানান, তার পরিবারে ০৬ জন সদস্য স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করে। এভাবেই চলছিলো করোনার জন্য কাজ পাওয়ার ঈদের জন্যে আলাদা করে সেমাই-চিনি বাজার করা সম্ভব ছিলো না তবে জুলুমবস্তির এই ০৫ টাকার বাজারের জন্য এবার ঈদে ভালো খাবার খেতে পারবো।

আরেক ভুক্তভোগী মনসুর আলী বলেন, আমি আজ অনেক খুশি কারন ঈদের বাজার করতে পেরেছি করোনার জন্য কাজ নেই ভাবছিলাম এবার ঈদে সন্তানদের একটু সেমাই খাওয়াতে পারবো না তবে এদের সহযোগীতায় শুধু সেমাই না, পোলামাংস খাওয়াতে পারবো।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি সুজন খান জানান, ঈদের দিন কর্মহীন মানুষরা যেন পরিবার পরিজন নিয়ে খেয়ে আনন্দে দিন কাটাতে পারে তাই মাত্র পাঁচ টাকায় সামাজিক দূরত্ব ও সাস্থবিধি মেনে এই ঈদ সামগ্রী প্রদান করেছি।

০৫ টাকা কেনো নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেয়েছি অসহায় মানুষেররা যেন ক্রয় করে নেওয়ার অনুভূতি পায় তারা বিষয়টি দান হিসেবে নেক সেটা আমরা চাইনা তাই এই নাম মাত্র পাঁচ টাকা নেওয়া হয়েছে।

এসময় অন্যান্যের মত উপস্থিত ছিলেন জেলা ও সদর উপজেলার প্রশাসনের উধ্বতন কর্মকর্তা ও সমাজসেবকরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে