সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সৎ মাকে হত্যার পর বাড়ীর পার্শ্বের আম বাগানে ফেলে রাখার অভিযোগ উঠেছে সোহেল রানা (৩৫) নামে এক ব্যক্তির নামে।
৫ মে (বুধবার) সকালে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী বাজারের পার্শ্বে দাড়িয়াবস্তী গ্রামে এ ঘটনা ঘটলে এতে জানা যায় নিহত মহিলার নাম পারভীন আক্তার (৫০)।
নিহত পারভীন আক্তার ওই গ্রামের ইসরাইল হকের ২য় স্ত্রী ও উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের কাসেম হাজীর মেয়ে এবং খুনি সোহেল রানা (৩৫) উপজেলার বাদামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় লোকজন জানান মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই নারী পরে অনেক খোঁজাখুজি করে না পেলে সকালে বাড়ির পাশে ছোট আমের গাছের সাথে তার হেলান দেওয়া লাশ দেখা যায় পরে তারা থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
অপর দিকে মেয়ের মা ফেন্সি বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আমার মেয়ের খাওয়া-দাওয়া বন্ধসহ নানা ভাবে অত্যাচার করে আসছিল সৎ ছেলে সোহেল রানা তাকে হত্যার পর বাগানে ফেলে রেখে আমাদের খবর দিয়েছে আমি আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে তবে বিয়ষটি তদন্ত করে দেখা হচ্ছে।