সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজারে রুরাল ডেভলাপমেন্ট সার্ভিস (আরডিএস) আয়োজনে ১’শতাধিক কর্মহীন হোটেল শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
৪ জুলাই (রবিবার) আরডিএস প্রধান কার্যালয় ভূল্লী বাজার অফিস প্রাঙ্গণে করোনায় কর্মহীন হয়ে পড়া নারী শ্রমিক, হোটেল শ্রমিক ও প্রান্তিক শ্রমিকদের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরডিএস এর নির্বাহী পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাফুজুর রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী (মুক্তি), আরডিএস সমন্বয়কারী এনামুল হক, আরডিএস সুপারভাইজার জাকির হোসেন দুলাল সহ গনমাধ্যম কর্মীরা।
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাফুজুর রহমান সরকার বলেন, বর্তমান সরকার শ্রমিকদের সঙ্কটে তাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। তিনি এমন উদ্যোগের প্রশংসা করেন এবং সকলকেই সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা ও সাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ১০০ জন শ্রমিককে চাল, তেল, আলু, মুড়ি, সাবান ও ডাল খাদ্য সামগ্রী দেয়া হয়।