সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় আগামীকাল ২৪ জুন ভোর ৬ টা থেকে ৩০ জুন পর্যন্ত ৭ দিন কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৩ জুন (বুধবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও নব-নিযুক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, জেলায় করোনা পরিস্থিতির উর্দ্ধগতি ঠেকাতে এই ৭ দিনের কঠোর লকডাউনের সিদ্ধার্ন্ত এবং আগামীকাল ২৪ জুন থেকে এই লকডাউন কার্যকর হবে।

করোনা সংক্রমন ঠেকাতে এবারের দেওয়া বিধিনিষেধ আরোপে বলা হয়েছে জেলায় জনসাধারণের প্রবেশ ও স্থান ত্যাগ নিষিদ্ধ, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের অন্য কোন জেলা থেকে কেউ প্রবেশ বা অন্য জেলায় গমন করা যাবে না এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত করা নিষেধ, জরুরী প্রয়োজন ছাড়া সব ধরনের গণপরিবহন চলাচল নিষেধ, যেখানে সেখানে জনসমাগম করা যাবে না, দোকানপাঠ ও শপিংমল বন্ধ থাকবে তবে জরুরী পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, গণমাধ্যমকর্মীরা এই লকডাউনের বাইরে থাকবে।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামী ৭ দিন এ আদেশ বলবৎ থাকবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩২ জন। যাদের মধ্যে ১ হাজার ১৭১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ৬০ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে