সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গীতে এক ব্যক্তিকে বাজারের মধ্যে পিটিয়ে হত্যা করেছে দূবৃর্তরা।
২০ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের বাদামবাড়ি হাটে এ ঘটনা ঘটলে নিহত ব্যক্তি হল ওই ইউনিয়নের কইকরি গ্রামে মোঃ মোজাম্মেল হক (৪৫)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম।
স্থানীয় লোকজন ও ওই ঘঠনায় আহত মোজাম্মেলের দু’ভাই আশরাফুল ও বাবুল বলেন প্রতিবেশি এক মেয়ের সাথে কয়েক বছর আগে বিবাহ হয় প্রতিবেশি আঃ লতিফ নামে এক ব্যক্তির সাথে প্রায় সময় ঝগড়া বিবাদের কারনে ওই মে স্বামীর বাড়ি থেকে চলে আসে আর এই বিয়ের ঘটক ছিল নিহত মোজ্জামেল হক ওই নারী দীর্ঘ দিনেও কেন স্বামীর বাড়িতে যায় না এ নিয়ে প্রতিবেশি কামাল হোসেনের সাথে তর্কাতর্কি হয় কয়েকদিন ধরে।
স্থানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান এই বিষয়টি নিয়ে আমি মিমাংসায় বসি এবং মিমাংসায় কামাল হোসেন ও মোজ্জাম্মেলের সাথে হাতাহাতি হয় এছাড়া তাদের মধ্যে আগে জমি বিরোধও ছিল পরে এধরনের বিরোধকে কেন্দ্র করে কামাল হোসেনের নেতৃত্বে বাদামবাড়ি হাটে মোজ্জাম্মেলকে একা পেয়ে প্রকাশে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে মারপিট করে।
পরে এদের অবস্থা আশংকাজনক মনে হলে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর অবস্থায় মোজ্জাম্মেল ও বাবুলকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল মোজাম্মেল মারা যায়।
বালীয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন বিষয়টি আমি শুনেছি খুবই দুঃখজনক এখন পযর্ন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।