সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নং রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাজারে থ্রি- হুইলার (পাগলু) ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
৩ জুন (বৃহস্পতিবার) বিকেলে এই ঘটনা ঘটলে এতে প্রতক্ষদর্শীরা জানায় নেকমরদ থেকে ছেড়ে আসা একটি থ্রি হুইলার (পাগলু) জেলা শহরের দিকে ঢোকার পথে সদর উপজেলার পল্লী বিদ্যুত এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম জানান, আহতদের মধ্যে আরো ১ জন মারা যায় এবং দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন এখন পযর্ন্ত কারো পরিচয় পাওয়া যায় নি তবে ঘটনাস্থলে নিহত ব্যক্তি একজন একজন ব্যবসায়ী বলে ধারনা করা হচ্ছে।