সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে কেক কেটে “ঢাকা পোস্ট” অনলাইন নিউজ পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এর উদ্বোধন করা হলে এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলে দেশে এখন বহুমাত্রিক অনলাইন নিউজ পোর্টাল তাই পাঠকরা অল্প সময়ের মধ্যে দেশের সব খবর জানতে পারতেছে কিন্তু বস্তুনিষ্ঠ ও সত্য নিউজ কতজন পরিবেশন করে তাই আমি আশা করি ঢাকা পোষ্ট অনলাইন নিউজ পোটাল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মানব মনে আস্থা জমাবে।

এসময় তিনি কেক কেটে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দৈনিক আজকালের ঠাকুরগাঁও প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুন্ম সাধারণ সম্পাদক অ্যাড.মোস্তাক আলম টুলু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো,সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু,ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, সাধারণ সম্পাদক সাকিল আহমেদ,সিনিয়র সাংবাদিক শাহিন ফেরদৌস,একুশে টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি এসএম জসিম উদ্দিন,চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা আক্তার ,ঢাকা পোস্টের ঠাকুরগাঁও প্রতিনিধি নাহিদ রেজা সহ বিভিন্ন অনলাইন,পৃন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় বক্তারা পত্রিকাটির সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে আশা ব্যক্ত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে