সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরােধী টাস্কফোর্স অভিযানে ঝােপঝাড় থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
২২ মার্চ (সোমবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ যােবায়ের হােসেন গােপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মাদকবিরােধী টাস্কফোর্সের অভিযানে বড়পলাশবাড়ি ইউনিয়নের পাড়ুয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আনােয়ার হােসেন এর বাড়ির আঙিনায় ঝােপঝাড় থেকে ০৭ বােতল ফেন্সিডিল ও দুটো খালি বােতল উদ্ধার করেন।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ( ইন্সপেক্টর ) মােঃ শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স, বালিয়াডাঙ্গী থানা পুলিশ,আনসার সদস্য ও স্থানীয় জনসাধারণ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন বলেন আসামী আনােয়ার হােসেন পলাতক আছে, তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কাজ চলছে।