নিজস্ব প্রতিবেদক:

দেশে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এবং কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ১২ হাজার ৬০৭টি স্থায়ী পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার।

জানা গেছে, সারাদেশের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এসব পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে এক হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন ক্যাডার পদ সৃষ্টি করা হবে। এদের মধ্যে ২০ জন উপাধ্যক্ষ (জাতীয় বেতন-স্কেল, ২০১৫-এ গ্রেড -৫), ১৬৯ জন চিফ ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড-৬), ৫৭ জন চিফ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল, গ্রেড-৬), ৫১০ জন ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড-৯) এবং ৩০৫ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল, গ্রেড-৯)।

এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গতবছর প্রস্তাব পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি অর্থ বিভাগে পাঠিয়েছিল। অর্থ বিভাগ সম্মতি দেয়ার পর গত ২০ অগাস্ট প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর দপ্তরে ফাইল পাঠানো হয়। প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে