কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিতে মোহাম্মদ হোসেন (৩২) নামের এক স্থানীয় যুবক নিহত হয়েছে। এ সময় মো: আয়াছ নামে আরও এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের ন্যাচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাচ্চুর ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত অপর রোহিঙ্গা যুবক (জাদিমুরা- নং ২৭) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজিবুল্লাহর ছেলে মুহাম্মদ আয়াছ (১৯)।
সত্যতা নিশ্চিত করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত কক্সবাজার ১৬ নম্বর ‘এপিবিএন’র অধিনায়ক (এএসপি) মো তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ডাকাত কর্তৃক অপহরণের প্রতিবাদ করায় এলোপাতাড়ি গুলি করলে রোহিঙ্গা মুজিবুল্লাহর ছেলে আয়াজ (১৯) ও জাদিমুরা বাচ্চুর ছেলে মোহাম্মদ হোসেন (৩২) গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হয়।
আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ স্থানীয় যুবক মোহাম্মদ হোসেন মারা যান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।