কক্সবাজারের টেকনাফ উপেজলার হ্নীলা লেদা এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (২৮ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর তীর এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ বিজিবির অধীনস্থ লেদা নোয়া পাড়া বিশেষ ক্যাম্প এলাকা বরাবর নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে।
এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল নোয়া পাড়া বিএসপির পার্শ্ববর্তী অস্থায়ী বিজিবির ডিউটি পোষ্টের নিকটস্থ কেওড়া বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর ওই এলাকায় অবস্থানরত টহলদলের সদস্যরা দুইজন ব্যক্তিকে সাঁতরিয়ে মিয়ানমার হতে বাংলাদেশের সীমানায় কেওড়া বাগান সংলগ্ন নাফ নদীর তীর হতে কূলে উঠতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা।
এমন সময় মাদক কারবারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে একটি বস্তা কাঁদা মাটিতে পুতিয়ে রেখে কেওড়া বাগানের আঁড় ব্যবহার করে পালিয়ে যায়। পরে টহলদল ওই এলাকা তল্লাশী করে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত বস্তা থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা।