ক্রীড়া ডেস্ক: 

টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল।

আজ (১৭ই জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে তিনি টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন।

এর আগে, চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন গত ২৭শে জানুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি নিয়েছিলেন তামিম ইকবাল। গত অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণার আগেই তরুণদের সুযোগ দেওয়ার কথা বলে নিজেকে সরিয়ে নেন তামিম। তিনি জানিয়েছিলেন, ছয় মাস পর তিনি যদি ফিট থাকেন এবং টিম ম্যানেজেম্যান্ট যদি প্রয়োজন মনে করে তাহলে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে ফেরার কথা ভাববেন। বাঁহাতি এই ওপেনারের বিরতি শেষ হতে এখনও দশ দিন বাকি। তার আগেই জানিয়ে দিলেন টি-টোয়েন্টিতে আর তাকে দেখা যাবে না।

তামিম সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। জাতীয় দলের হয়ে তামিম ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৪.০৮ গড় ও ১১৬.৯৬ স্ট্রাইক রেট রেখে করেছেন ১৭৫৮ রান। ২০১৪ বিশ্বকাপে ওমানের বিপক্ষে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন এই ওপেনার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে