টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের সহকারী।মঙ্গলবার (২১ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. আক্তার হোসেন (৪০)। বগুড়ার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামে তার বাড়ি। আক্তার হোসেনের বাবার নাম আশরাফ হোসেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে আসলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালকের লাশ উদ্ধার করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তির বাড়ি বগুগার দুপচাচিয়া উপজেলার গোড়াই গ্রামে। তার বাবার নাম জসিম উদ্দিন।