টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আজ শুক্রবার সকালে উপজেলার  কুর্নি এলাকায় মর্মান্তক এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান জানান, ‘রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে।’

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে