পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে লড়াই একেবারে তলানীতে থাকা দলটির লড়াই। একটি মুম্বাই ইন্ডিয়ান্স এবং অন্যটি কিংস ইলেভেন পাঞ্জাব। নিজেদের আশা টিকিয়ে রাখতে হলে আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতেই হবে।
এমন যখন পরিস্থিতি, তখন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়ে টস জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।
৮ ম্যাচ খেলে মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১২। তালিকায় অবস্থান দুই নম্বরে। যদি আজ পাঞ্জাবের বিপক্ষে জিততে পারে, তাহলে দিল্লি ক্যাপিটালসকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে আসতে পারবে রোহিত শর্মারা।
সে লক্ষ্যেই আজ মূলতঃ খেলতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা। কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, এখন আর টস জয় কিংবা পরাজয় তাদের জন্য কোনো ব্যাপার নয়। তবে, তারাও একাদশে কোনো পরিবর্তন আনেনি।
মুম্বাই একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সুর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, নাথান কাউল্টার নেইল, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ।
কিংস ইলেভেন পাঞ্জাব
লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুদা, ক্রিস জর্দান, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং।