ক্রীড়া ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় লড়ছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ২০১৩ সালের পর থেকে এপর্যন্ত টানা ১৯ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২০তম ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে আগে ব্যাট করতে নেমে দেখে শুনে শুরু করেন টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।
বাংলাদেশের একাদশ- তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউলাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।