দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস আর কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচে টস জিতেছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ার, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুই দলের অবস্থান বলতে গেলে দুই মেরুতে। ৯ ম্যাচের ৭টিতেই জিতে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকার এক নম্বরে। অন্যদিকে ৯ ম্যাচে ৩ জয় নিয়ে তালিকার সাত নম্বর অবস্থানে কিংস ইলেভেন পাঞ্জাব।
দিল্লি ক্যাপিটালস একাদশ
পৃত্থি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, মার্কাস স্টয়নিজ, সিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, তুষার দেশপান্ডে, কাগিসো রাবাদা, ডিআর স্যামস।
কিংস ইলেভেন পাঞ্জাব
লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুদা, জিমি নিশাম, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণু, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং।