ঝড়বৃষ্টির গল্প
মহীতোষ গায়েন
সব শব্দ,সব ছন্দ আগুন
হয়ে যাচ্ছে,জল হয়ে যাচ্ছে,
কবিতা হচ্ছে না।
নারী বললো- আমিই আগুন,
আমিই জল।
হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলো;
পুরুষ বললো:আমিই ঝড়,
নারী বললো: আমিই বৃষ্টি।
সব শব্দ,সব ছন্দ হাওয়ায় উড়ছে,
বাগানে ঝরছে সব কবিতার ফুল।
ফুল দিয়ে মালা গাঁথছে
কবিতা-পুরুষ,কবিতা-নারী।