ইমদাদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে প্রতিবন্ধী শিশু ও অসহায় দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার সকালে হরিনাকুন্ডু জেলা পরিষদ মিলনায়তনে সঞ্জয় ট্রাষ্টের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপজেলার ৩ শত প্রতিবন্ধী শিশুসহ অসহায় দুঃস্থ শীতার্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সঞ্জয় ট্রাষ্টের ট্রাষ্টি আলমগীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ও আহবায়ক মানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিানুকুন্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, সঞ্জয় ট্রাষ্টের সভাপতি আমেরিকা প্রবাসী সঞ্জয় কুমার সাহা। এ উপলক্ষে সেখানে বিজয় উৎসব পালন করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়।