ইমদাদুল হক ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের সদর উপজেলার ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রেখে উপস্থাপন করা হয়। নতুন কোন করারোপ ছাড়াই
৮৭ লাখ ৫৩ হাজার ৯০০ টাকার বাজেট ঘোষণা করা হয়।উক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন বাবদ সর্বমোট আয় ও ব্যয় সমান রাখা হয়।
উক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস এম শাহীন এবং পরিচালনায় ইউপি সচিব ছাবদার আলী।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ ছাবদার আলী , ইউপি সদস্য মোঃ রওশন আলী, রেশমা খাতুন,সালেহা খাতুন,মোদাচ্ছের আলী, আবু মালেক,গোলাম মোস্তফা, ছাবজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমাজকর্মীসহ অন্যান্যরা।অত্র ইউনিয়নের ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ অনেকে।
বাজেট সভা শেষে করোনা ভাইরাস রোধে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম।