ইমদাদুল হক ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত কমিটি বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে। রবিবার ও সোমবার নব নির্বাচিত কমিটির সদস্যরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে মত বিনিময় করেন।
নব নির্বাচিত এ কমিটি ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার মোঃ কামাল উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুর রহমান রাসেলসহ অন্যান্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে কর্মকর্তাবৃন্দ ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির সার্বিক মঙ্গল কামনা করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির নব নির্বাচিত সভাপতি এমএ কবির, সাবেক সভাপতি মীর জিল্লুর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মল্লিক, লিটন হোসেন, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক বিএম আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সবুজ মিঞা, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক এসএম রবি, সাংবাদিক ও সংবাদপত্র বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন মুক্তি, নির্বাহী সদস্য মাজেদ রেজা বাধন এবং সদস্য ফজলুল কবির গামা, এইচ এম ইমরান, ওমর আলী সোহাগ, মাহমুদুর রহমান স্বপন, লালন মন্ডল, ইমদাদুল হক, শেখ সবুজ আহমেদ ও সম্রাট শাহ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে