ইমদাদুল হক ঝিনাইদহঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমগ্র বাংলাদেশের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আনসার ভিডিপি সদস্য ও সদস্যদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচী গ্রহণ করেছে তারই ধারাবিহকতায় বাংলাদেশ  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনায় এবং পরিচালক খুলনা রেঞ্জ,খুলনা এর সার্বিক তত্বাবধানে মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার ৩শত আনসার ভিডিপি সদস্য ও সদস্যদের পরিবারের মাঝে ঈদ সামগ্রিক বিতরণের কার্মসূচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন  জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান। করোনার পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় ৫০ জন করে  ৩শত আনসার ভিডিপি সদস্য ও সদস্যদের পরিবারের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। ঈদ সামগ্রিক হিসেবে প্রতিটি পরিবারের জন্য চাল,ডাল,তৈল,আলু,পেঁয়াজের একটি করে প্যাকেজ তুলেদেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে