ইমদাদুল হক ঝিনাইদহ:
ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়নের ছোট খড়িখালী গ্রামে ৬০ বছর বয়সের ঔষধি গাছ( বয়রা গাছ) কর্তন করছিল গত ১৩/৪/২০২১ তারিখে দুপুরের সময় কে বা কাহারা।গাছটি সরকারি রাস্তার পাশের গাছ।অত্র এলাকায় ঔষধি গাছ হিসাবে পরিচিত।সরেজমিনে তদন্ত করে জানা  যায় যে রামপাড়ে গ্রামের কাঠ ব্যবসায়ী জামাতালী তার লোকজন নিয়ে গাছ কাটা শুরু করে।এরপর মহারাজপুর ইউনিয়ন  ভুমি অফিসের নায়েব জহুরুল হক জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং গাছ কাটা ব্ন্ধ করে।তখন কর্তনকৃত গাছের ডালপালা নিয়ে যায় কাঠ ব্যবসায়ীর লোকজন।এ ব্যাপারে কাঠ ব্যবসায়ী জামাতালীর সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় সে তৃতীয় পক্ষের কাছ থেকে গাছটি ৮০০০ টাকায় ক্রয় করে এবং টাকাও পরিষদ করে দেয়। এ ব্যাপারে ইউনিয়ন ভুমি অফিসের নায়েব মুন্সি জহুরুল হক বলেন সরকারি  রাস্তার ভাগাড়ের গাছ কাঠব্যবসায়ী জামাতালী লোকজন দিয়ে কাটা শুরু করে। আমি খবর পেয়ে গাছ কাটা বন্ধ করি। আপনি পত্রিকায় নিউজ করে দেন এবং বিষয়টি ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার অবগত আছে।এ ব্যাপারে    ওয়ার্ড মেম্বর শাহ আলম বলেন আমি বিষয় টি জানি কিন্তু আমার কিছু করার নেই।এলাকাবাসীর অভিযোগ যেই সরকারী ভাগাড়ের গাছ কাটুক না কেন তার যথাযথ শাস্তি হওয়া উচিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে