ইমদাদুল হক ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের উজির আলি স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে মঙ্গলবার দুপুরে তাদের কে আটক করেন সদর থানা পুলিশ, আটককৃত আসামি ঝিনাইদহ সদর উপজেলার চাঁপড়ি গ্রামের মোঃ তরিকুল ইসলামের (স্ত্রী) মোছাঃ-তানিয়া আক্তার সাথী, (২৫) শৈলকুপা উপজেলার গোয়াল বাড়ী গ্রামের মোঃ- আব্দুল মান্নান মন্ডলের ছেলে মোঃ- মিজানুর রহমান, (৪৫) অপর একজন আসামি আব্দুল মান্নানের স্ত্রী মোছাঃ- মর্জিনা বেগম, (৩৫) ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মনিরুল ইসলাম মনির জানতে পারেন, খাগড়াছড়ি থেকে বিশেষ কৌশলে সুন্দরবন কুরিয়ার সাভিসের মাধ্যমে আনা রসের ভিতরে বিশেষ কায়দায় ১৮ কেজি গাঁজা আসছে, এ ঘটনায় নিয়মিত মামলার কার্যকম চলছে।