ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে আজ ১০/০৩/২০২১ ইং তারিখ রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকার সময় উক্ত বিদ্যালয়ের অফিস কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
এই কমিটির মেয়াদকাল তিনবছর। উক্ত সভায় নব নির্বাচিত কমিটির সকল নির্বাচিত সদস্যদের পরিচিতি সকলের সামনে উপস্থাপন করলেন উক্ত বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মরিয়ম আক্তার।এই ১১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে একজন সভাপতি ও একজন সহ সভাপতি নির্বাচিত হয় আজকের এই সভায়। সভাপতি নির্বাচিত হয় সাংবাদিক মোঃ এমদাদুল হক, সহ সভাপতি জনাব আজাদ বিশ্বাস ( বিদ্যুৎসাহী সদস্য), পলি বেগম ( বিদ্যুৎসাহী সদস্য), বদরুজ্জামান ( সদস্য), ফিরোজা বেগম ( মহিলা সদস্য), হাসিনা বেগম( মহিলা সদস্য), এমদাদুর রহমান ( জমি দাতা), সাবানা ( মহিলা ইউপি সদস্য), তুহিন জামান( স্কুল শিক্ষক), মরিয়ম আক্তার ( সদস্য সচিব), চিত্ত বিশ্বাস( শিক্ষক প্রতিনিধি)।
উক্ত কমিটির সদস্য সচিব মরিয়ম আক্তার এর বক্তব্যের মাধ্যমে আজকের সভা সমাপ্তি ঘোষণা করেন।