ইমদাদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে ৪৫ জন মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদাণ করা হয়েছে। শনিবার সকালে শহরের পবহাটি এলাকায় সৃজনী ফাউন্ডেশন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বৃত্তি প্রদাণ করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় সৃজনী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড.হারুন-অর-রশীদ, সদর থানার ওসি মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সৃজণী ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হক, রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে