ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে কানুহরপুর গ্রামে মহাসড়কের পাশে গত ২৫/১২/২০২০ তারিখ হতে প্রশাসনের বিনা অনুমতিতে দুপাশে কোন জায়গা না রেখেই ভবন নির্মাণ করছিল কানুহরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান।কানুহরপুর গ্রামের সাংবাদিক ইমদাদুল হক এবং জাহিদুল ইসলাম বাদি হয়ে ঝিনাইদহ অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার এর নিকট অভিযোগ দিলে পুলিশ,চেয়ারম্যান খুরশিদ আলম ও ইউনিয়ন ভুমি অফিসের নায়েব উক্ত ভবনের কাজ বন্ধ করে দেয়।
তারপর উক্ত মিজানুর রহমান ২৮/১২/২০২০ তারিখে বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয়।ফলে দৈনিক নবচিত্র পত্রিকাসহ অন্যান্য পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এবং উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে ইউনিয়ন ভুমি অফিসের নায়েব এসে বেড়া উঠিয়ে দিয়ে চলাচলের পথ করে দেন।তখন মিজানুর ও তার লোকজন বিভিন্ন ভাবে সাংবাদিক এর পরিবারকে হুমকি দিতে থাকে। এর পর ভবনের কাজ বন্ধ থাকে।
হঠাৎ করে গত ২১/০১/২০২১ তারিখে মিজানুর অভিযোগকারি ও সাংবাদিক ইমদাদুল হক এর নামে কোর্টে মামলা দেয়। কোর্ট বিবাদীর শোকজ করে। এই শোকজ নোটিশ দেখিয়ে ১০/১২ জন মিস্ত্রি নিয়ে ২২/০১/২০২১ তারিখে ভবনের কাজ শুরু করলে উপজেলা নির্বাহী অফিসার জনাব বদরুদ্দোজা শুভ খবর পেয়ে নিজে এসে অভিযান চালায়।এ বিষয়ে ও বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়।এ সময় উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশীদ আলম মিয়া,ইউপি সদস্য সেলিম মিয়া সহ মিজানুর রহমান, হাসানুর রহমান সহ এলাকার লোকজন ও সাংবাদিক।
উপজেলা নির্বাহী অফিসার বলেন প্রশাসনের অনুমতি ছাড়া মহাসড়কের পাশে কোন স্থাপনা তৈরি করা যাবে না এবং তিনি গ্রাম পুলিশ ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান এর মাধ্যমে ঐ দিন শুক্রবার ৫.৩০ মিনিটে ভিত ভেঙে দেয়।এবং বলেন বিনা অনুমতিতে একটি ইটও গাথা যাবে না।এ সময় ভবন নির্মাতা মিজানুর রহমান বলেন স্যার আমি নিজেই ভেঙে দিচ্ছি বলতে থাকেন। এ সময় চেয়ারম্যান কে বলেন আপনি গ্রাম পুলিশ দিয়ে উক্ত জায়গা সমান করে পথ বের করে দেবেন।কিন্তু চেয়ারম্যান তা করেননি।বরং মিজানুর রহমান বিবাদীদের নামে কোর্টে গত ২৪/০১/২০২১ তারিখে মিথ্যা মামলা দায়ের করে।মামলা নং ২৪২১. মামলায় উল্লেখ করে ২২/০১/২০২১ তারিখে কোর্টের নির্দেশে মিজানুর ভবনের কাজ শুরু করলে ঐ দিন শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে বিবাদীরা দা,খুনতা,কুদাল নিয়ে ভবনের ভিত্তি ভেঙে দেয় যা মিথ্যা বানোয়াট।আমরা ও এলাকাবাসী এই মামলার তীব্র প্রতিবাদ জানায়।