ইমদাদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে বিষয়খালী বাজারে কেন্দ্রে মহাসড়ক সংলগ্ন রাস্তার উপর ইট,বালু,গাছের গুড়ি রেখে মরণ ফাঁদে পরিনত করেছে কানুহরপুর গ্রামের বড়গড়িয়ালা সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষক মিজানুর রহমান,ওতার ভাই হাসান ও ইমদাদ মোল্যা।এলাকা বাসী ও স্থানীয় দোকানদাররা অভিযোগ করেন যে ওই রাস্তায় গাড়ি অভারটেকিং করতে গিয়ে যে কোন সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। কিছু দিন আগে এক পথচারী গাড়ি অভারটেকিং এর সময় বালুর মধ্যে চাকা আটকে বিপদের সম্মুখীন হয়েছেন। এলাকা বাসী জানান মহাসড়কের পাশে রাখা ইট,বালু ও গাছের গুড়ি না সড়ালে যেকোন সময় পথচারীদের বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে।